বৈশাখী ঝঞ্ঝায়
আলো নেভা রাতে
ঘুমানো শহরতলি
আধ-পেট ভাতে
ব্রিগেডে বিপ্লবে
ভোটের বাজারে
শুকিয়ে শুকনো হওয়া
হাজারে হাজারে
অহেতুক আশ্বাসে
তর্ক আসরে
সদ্য ঠকিয়ে যাওয়া
পুরনো দোসরে
চাষের জমিতে
কারখানা-কলে
শ্রমিকের চেতনা
তুমি এনে দিলে।